bangla news

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০১ ৮:১৬:৪৪ পিএম
মাইদুল ইসলাম প্রধান

মাইদুল ইসলাম প্রধান

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান এবার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মাইদুল ইসলাম সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দু’দিন থেকে আমার জ্বর, মাথাব্যথা এবং সঙ্গে শুকনো কাশি। গতকাল আমি পরীক্ষা করিয়েছি, আজ  রিপোর্ট এসেছে পজিটিভ।
 
বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা চলছে জানিয়ে তিনি জানান, প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন।
 
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন করোনায় আক্রান্ত হন। তাদের অবস্থা উন্নতির দিকে।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমআইএইচ/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-01 20:16:44