ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা: কক্সবাজারে একদিনে ৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ১, ২০২০
করোনা: কক্সবাজারে একদিনে ৩ জনের মৃত্যু ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) ভোর ও সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলীর ইসুলুর ঘোনার বাসিন্দা এছারুল করিম (৩৬), ও শহরের নুনিয়ারছড়ার শামসুল আলম প্রকাশের ছেলে মোহাম্মদ করিম (৩৫)।

তাদের মধ্যে এছারুল করোনা ভাইরাস পজিটিভ। এছাড়া, অন্য দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তিনজনের মৃত্যু হয়।

তিনদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে রোববার (৩১ মে) মনোয়ারা বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। তার মেয়ে জাহেদা বেগম জানান, মৃত্যুর পর মায়ের কাছ থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে।

এছাড়া, এদিন উপসর্গ নিয়ে শহরের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ করিম মারা যান। দু’দিন আগে উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনো রিপোর্ট আসেনি। মোহাম্মদ করিম মধ্যম নুনিয়ারছড়া এলাকার শামসুল আলম প্রকাশের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) মোহাম্মদ করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান।

তাছাড়া, একইদিন মারা গেছেন শহরের পাহাড়তলীর ইসুলুর ঘোনার বাসিন্দা এছারুল করিম। তিনি করোনা ভাইরাস পজিটিভ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।