ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

দিনাজপুরে একদিনে ৭ করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
দিনাজপুরে একদিনে ৭ করোনা রোগী শনাক্ত

দিনাজপুর: প্রথবার দিনাজপুরে শনাক্ত হলো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী। একদিনেই জেলাটিতে শনাক্ত হয়েছেন ৭ জন। জেলা লকডাউন বা অন্যান্য বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে জেলা প্রশাসনের বৈঠকের পর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রংপুর বিভাগের ৫টি জেলায় ১৫ জন করোনা পজিটিভ পাওয়া যায়।

এর মধ্যে দিনাজপুরের ৭ জন রয়েছেন। যার মধ্যে দিনাজপুর সদরে ৩ জন, নবাবগঞ্জে ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন রোগী রয়েছেন।  

এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের একটি বৈঠক (মিটিং) হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।