ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজন

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্দেহে আরও একজন হাসপাতাল ভর্তি হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে মহাখালী স্বাস্থ্য অতিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৭০ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলানিউজকে বলেন, দেশের অন্যান্য বিভাগে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। এ বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।