ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

কিশোরগঞ্জে নতুন ৪৪ জন কোয়ারেন্টিনে, ৩৭ জন পেলেন ছাড়পত্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
কিশোরগঞ্জে নতুন ৪৪ জন কোয়ারেন্টিনে, ৩৭ জন পেলেন ছাড়পত্র 

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে সন্দেহে ৯০ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন জেলার নিকলী উপজেলায় একজন। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

তিনি বলেন, রোববার হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৩৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এনিয়ে জেলায় ১ হাজার ২৩২ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন।  
১৪ দিন কোয়ারেন্টিনে থাকা সময়ে এদের মধ্যে করোনায় আক্রান্তের কোনো লক্ষণ দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।