ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বাগেরহাটে করোনা সন্দেহে আইসোলেশনে যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
বাগেরহাটে করোনা সন্দেহে আইসোলেশনে যুবক

বাগেরহাট: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বাগেরহাটে এক যুবককে (২২) আইসোলেশনে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। ওই যুবক বাগেরহাট শহরের বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বেলফার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। এসময় গত সাতদিন থেকে তার জ্বর, সর্দি-কাশি থাকায় করোনা সন্দেহে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে তিনি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে।  

এর আগে, করোনা আক্রান্ত সন্দেহে একই হাসপাতালে তিনজন ও শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।