ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রমেকে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
রমেকে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু

রংপুর: রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। নমুনা সংগ্রহ করে এখানে পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল  কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল)  রমেক হাসপাতালের অধ্যক্ষ একেএম নুরুন্নবী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে ২৪০টি কিট আনা হয়েছে।

এতে কয়েকশ ব্যক্তির নমুনা পরীক্ষা করা যাবে। এর আগে গত সপ্তাহে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো করোনা শনাক্তকরণ মেশিন পিসিআর  নিয়ে আসা হলে মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়। পরীক্ষার জন্য কোনো টাকা নেয়া হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad