ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা শনাক্তে শেবামেকে পৌঁছেছে পিসিআর মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা শনাক্তে শেবামেকে পৌঁছেছে পিসিআর মেশিন

বরিশাল: প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ নির্ভরযোগ্য চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে পৌঁছেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে মেশিনটি শেবামেক হাসপাতালে পৌঁছায়। পিসিআর মেশিনটি কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস বাংলানিউজকে জানান, পিসিআর মেশিনসহ এটির সঙ্গে থাকা যাবতীয় সরঞ্জাম সকালে কলেজে এসে পৌছেছে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রকৌশলীর আসবেন, তাদের সঙ্গেও বাকি থাকা কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হবে।

তিনি বলেন, প্রকৌলশীদের নির্দেশনা অনুযায়ী যে কক্ষে যন্ত্রটি বসানো হবে, সেই কক্ষটি প্রস্তুত করা হবে। যদিও কলেজের পক্ষ থেকে এবং গণপূর্ত বিভাগের সহায়তায় এরইমধ্যে কক্ষটির বাহ্যিক প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। তবে এ বিষয়ে প্রকৌশলীদের পরামর্শ নিতে হবে, কারণ  এখানে নিরাপত্তাজনিত কিছু বিষয় রয়েছে।

সবকিছু সঠিকভাবে শেষ হলে দ্রুতই করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করা হবে। তবে, আমাদের এখানে চিকিৎসক থেকে শুরু করে জনবলের সংকট রয়েছে। আর মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত জনবলের প্রয়োজন। যে দিকটিও আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এদিকে সাতদিনের মধ্যে শেবামেকে করোনা টেস্ট শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।