ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে কোয়ারেন্টিনে ২৪০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
নারায়ণগঞ্জে কোয়ারেন্টিনে ২৪০ জন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোয়ারেন্টিনে রয়েছেন ২৪০ জন। আর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ২০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, জেলায় নতুন করে কোনো আক্রান্ত নেই কিংবা জেলায় কারো নমুনা সংগ্রহ করা হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন ২৩৫ জন, এদের মধ্যে নতুন যুক্ত হয়েছেন ৫ জন। আর ২০ জনের কোয়ারেন্টিনের মেয়াদ ১৪ দিন শেষ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে জেলাটিতে নমুনা সংগ্রহের পর ৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে দুজনকে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরও একজন আক্রান্ত পাওয়া গেছে বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।