ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

জানুয়ারিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
জানুয়ারিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯৯ জন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগী।

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী ভর্তি হয়েছেন। এবার জানুয়ারি মাসে হাসপাতালে সর্বোচ্চ একশ ৯৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

..স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোরুম বলছে, ১ জানুয়ারি থেকে অদ্যবধি রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ও সন্দেহজনক ডেঙ্গু রোগ নিয়ে দুইশ ৬৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুইশ ৬২ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি হয়নি।   এ রোগে এবার কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।