ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ কনস্টেবল হোম কোয়ারেন্টিনে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ কনস্টেবল হোম কোয়ারেন্টিনে

বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত রুবেল নামে এক পুলিশ কনস্টেবলকে হোম কোয়ারেন্টিনে (নিজ বাড়িতে পর্যবেক্ষণে) রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।  

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, যশোর জেলা পুলিশ থেকে ছয়জন কনস্টেবলকে চিকিৎসা সেবায় নিয়োজিত জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়।

এদের মধ্যে রুবেল নামে একজন কনস্টেবলের জ্বর হওয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে।  

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার বাংলানিউজকে জানান, বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত পুলিশ কনস্টেবল রুবেলের জ্বর, সর্দি-কাশি হওয়ায় তার সুস্থতার জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।