ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ক‌রোনা স‌ন্দে‌হে শেবাচিম হাসপাতা‌লে প্রথম রোগী ভ‌র্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ক‌রোনা স‌ন্দে‌হে শেবাচিম হাসপাতা‌লে প্রথম রোগী ভ‌র্তি

ব‌রিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা সন্দেহে প্রথমবারের মতো কোনো এক রোগীকে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) বি‌কেল ৩টায় শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে জ্বর নি‌য়ে যান ওই রোগী। পরে সেখান থেকে চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ইউনিট-৪-এ পাঠান।

এরপর সন্ধ্যার দিকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই রোগীকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোগীর দেওয়া তথ্যানুসারে চিকিৎসক সন্দেহ করে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন। তবে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার আসলে কী সমস্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

‘মুঠোফোনে ওই রোগীর স্ত্রী জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলায়। পেশায় কাভার্ডভ্যান চালক ওই ব্যক্তি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। গত ৫দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট থাকায় চট্টগ্রাম থেকে আজ সকালে ভোলায় নিজ বাড়িতে যান তিনি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে আসেন। ’

বাংলা‌দেশ সময়: ২২০৮ ঘন্টা, মার্চ ১৭, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।