ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বরিশালে ৯০ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বরিশালে ৯০ জন হোম কোয়ারেন্টাইনে

বরিশাল: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে বিভাগে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনের সবাই প্রবাসী।

কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহায়তা করছে।

বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে ২৬ জন, ভোলায় ছয়জন, পিরোজপুরে ১৯ জন, পটুয়াখালীতে ২১ জন, বরগুনায় আটজন ও ঝালকাঠিতে ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।