ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বরিশাল বিভাগজুড়ে হাসপাতালে দ্বারস্থ ৪৬৬ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বরিশাল বিভাগজুড়ে হাসপাতালে দ্বারস্থ ৪৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল বিভাগজুড়ে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিভাগসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা-উপজেলা পর্যায়ে চলছে সচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচার-প্রচারণার পাশাপাশি গোটা বিভাগজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায়ের দেওয়া তথ্যানুযায়ী, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর এ পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৪৬৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩ জন ব্যতিত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, বাকীরা সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছেন।

সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল জেলায় ২৮ জন, পটুয়াখালীতে ৫৩ জন, ভোলায় ৩১ জন, পিরোজপুরে ২১ জন, বরগুনায় ৫০ জন, ঝালকাঠিতে ১১ জন ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম)হাসপাতালে ২৫৯ জন রয়েছেন।

আবার সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এমন রোগীর সংখ্যা বরিশাল বিভাগে ১৮৬ জন। এরমধ্যে বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ১৮ জন, বরগুনায় ২৮ জন, ঝালকাঠিতে ৭ জন ও শেবাচিম হাসপাতালে ৭৬ জন রয়েছেন। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তালিকা এখন শূন্যের কোঠায় রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। এরমধ্যে বরিশাল জেলায় ৯ জন, পটুয়াখালীতে ৮ জন, ভোলায় ৪ জন, পিরোজপুরে ১ জন, বরগুনায় ৭ জন, ঝালকাঠিতে ২ জন এবং শেবাচিম হাসপাতালে ৪৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রোগী রয়েছে।

সবমিলিয়ে হাসপাতালগুলোতে ২৭৭ জন রোগী রয়েছেন। এরমধ্যে বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ২৪ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ৪ জন এবং শেবাচিম হাসপাতালে ১৮৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন রোগী রয়েছেন।  

স্বাস্থ্যবিভাগের হিসাবে, এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় ১ জন, বরগুনা জেলায় ১ জন ও শেবাচিম হাসপাতালে ২ রোগীর মৃত্যু হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বাংলানিউজকে বলেন, শুরুতে ঢাকা থেকে বরিশালে এসেই যেহেতু অনেকের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। তাই আমরা মনে করছি, বরিশালেও ডেঙ্গুর জীবাণু থাকতে পারে। আমরা কোরবানিকে ঘিরে বরিশাল অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছি।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে এরইমধ্যে স্বাস্থ্যবিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছি। মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত ছাড়া কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। জেলাপর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। এ পর্যন্ত বরিশাল বিভাগে ৪ জনের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৬ জন। সুতরাং আতঙ্কের কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।