bangla news

ময়মনসিংহে নার্সিং কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০৬ ৩:২১:৫৫ পিএম
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: পুরাতন কারিকুলাম বহাল রাখাসহ চার দফা দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকালে ৯টার দিকে ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ প্রতিবাদ সভা এ   বিক্ষোভ মিছিল করেন। 

প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীদের দাবি গুলো হলো- পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং উপবৃত্তি দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজসমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষার্থী ছাড়াও স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-06 15:21:55