ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ

ঢাকা: রাষ্ট্রপতির নির্দেশে স্বাস্থ্য অধদিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দুই বছরের জন্য পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব দিলসাদ বেগম রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। বুধবার (২৭ র্মাচ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ পদে বহাল রাখার জন্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।