ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

তামাক স্বাস্থ্যের জন্য ঝুঁকি শীর্ষক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
তামাক স্বাস্থ্যের জন্য ঝুঁকি শীর্ষক কর্মশালা তামাক স্বাস্থ্যের জন্য ঝুঁকি শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: তামাক স্বাস্থ্যের জন্য ঝুঁকি শীর্ষক দিনব্যাপী কর্মশালা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলতাফ হোসেন, সমাজসেবা উপ পরিচালক হাসিম রেজা, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মমতাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তামাক বা ধূমপান জনিত রোগে দেশে প্রতিবছর এক লাখ ৬১ হাজার ২৫০ জনের বেশি মানুষ মারা যায়।  

নীলফামারী সিভিল সার্জন ও কর্মশালার সভাপতি ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, তামাকজাত পণ্য ও ধূমপানের কারণে পৃথিবীতে ৭১ লাখ মানুষ মারা যায়। ধূমপান জনিত কারণে ১২ লক্ষাধিক মানুষ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে।  

এছাড়াও তামাক বাংলাদেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ, অ্যাজমা, হাঁপানী, ফুসফুস ও স্তন ক্যানসারসহ ১২ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তাসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, শিক্ষাবিভাগ, স্বাস্থ্যবিভাগ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।