[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৩:২৩:১২ এএম
মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি: অনিক খান

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি: অনিক খান

ময়মনসিংহ: দুই নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জের ধরে কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।  

বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় পুনরায় বিকেল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আশিক মোহাম্মদ খান বাংলানিউজকে জানান, গত মঙ্গলবার (০৬ মার্চ) ও বুধবার (০৭ মার্চ) পর পর দু’দিন দু’নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালাগাল দেয় রোগীর স্বজনরা। এরপর থেকেই তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। এ সময়ের মধ্যে আবার এ বিষয়টিকে নিয়ে হাসপাতালের পরিচালক ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় ক্ষোভ তৈরি হয় চিকিৎসকদের মাঝে। পরে চিকিৎসকরা

এনিয়ে বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে তার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় পরিচালক এ স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। 

আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোগীর স্বজনদের অসৌজন্যমূলক এমন আচরণের প্রতিবাদে কয়েক দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তবে হাসপাতালের পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার এবং বিকেলের মধ্যে কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আশিক মোহাম্মদ খান। 

বাংলাদেশ সময় ১৪২২ ঘন্টা, মার্চ ০৮, ২০১৮ 
এমএএএম/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa