bangla news
বাজারে নতুন অ্যালবাম

অস্থির বিড়ালও শান্ত হবে সংগীতে

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৯-০৩ ৭:৩৮:৩০ এএম
ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দৈনন্দিন জীবনে মানুষের মতো প্রতিটি প্রাণীর‌ আচরণেই রয়েছে মনের প্রভাব। আমাদের অনেকের বাড়িতেই পোষা বিড়াল রয়েছে। লক্ষ্য করে দেখবেন, বিড়াল অনেক সময় অস্থির আচরণ করে। শান্ত থাকতে চায় না।

ঢাকা: দৈনন্দিন জীবনে মানুষের মতো প্রতিটি প্রাণীর‌ আচরণেই রয়েছে মনের প্রভাব। আমাদের অনেকের বাড়িতেই পোষা বিড়াল রয়েছে। লক্ষ্য করে দেখবেন, বিড়াল অনেক সময় অস্থির আচরণ করে। শান্ত থাকতে চায় না।

এর জন্য এসেছে সম্পূর্ণ নতুন এক সমাধান। সংগীত!

বৃহৎ পরিসরে প্রথমবারের মতো বাজারের এলো বিড়ালের জন্য অ্যালবাম ‘মিউজিক ফর ক্যাটস’।
ইউনিভার্সাল মিউজিক পরিবেশিত অ্যালবামটি কম্পোজ করেছেন ডেভিড টিই।

তিনি বলেন, গান শুনে মানুষ যেমন উপকৃত হয়, একইভাবে বিড়ালও যেনো উপকৃত হতে পারে- সে ভাবনা থেকে অ্যালবামের কাজ শুরু করা।আমি দেখলাম, গান শুনলে মানুষের মনের অস্থিরতা দূর হয়ে যায়। বিড়ালের কেন হবে না! যোগ করেন তিনি।
টিই আরও বলেন, এই কাজটি করতে আমার প্রচুর গবেষণা করতে হয়েছে। প্রতিটি প্রাণীরই নিজস্ব কিছু জৈবিক বৈশিষ্ট্য রয়েছে। সংগীতের পছন্দ তৈরি হয়, জন্মের পর থেকে ওই প্রাণী কী ধরনের শব্দ শুনছে- তা থেকে।

বিড়ালের জন্য যে গানগুলো সৃষ্টি করা হয়েছে, তাতে ৭৭ শতাংশ ইতিবাচক প্রভাব পড়বে। অ্যালবামটিতে মোট পাঁচটি ট্র্যাক রয়েছে। যেগুলোর শব্দ তরঙ্গ বিড়ালের শোনার উপযোগী করে তৈরি করা হয়েছে।

টিই জানান, আগামী মাসে অ্যালবামটি মুক্তি পাবে। এরপর তার কাজ হবে কুকুরের জন্য মিউজিক তৈরি করা। পাশাপাশি ঘোড়ার জন্য হেডফোন তৈরি করা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-09-03 07:38:30