ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

মনোকথা

বলুন তো বৃত্তের ভেতর কী?

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, এপ্রিল ২১, ২০১৬
বলুন তো বৃত্তের ভেতর কী?

ঢাকা: লাল বৃত্তটি দেখতে পাচ্ছেন? উত্তরটি সহজ- অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এটি শুধুই কি একটি লাল বৃত্ত, এর ভেতরে কিছু রয়েছে বলে মনে হয়? এবার মাথা খাটান।

সম্প্রতি পাজেলাররা লাল বৃত্তের ভেতর থেকে লুকোনো ছবি খুঁজে বের করার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইন্টারনেট ব্যবহারকারীদের দিকে।

ইন্টারনেট ভিশন পরীক্ষার এ ধাঁধায় ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ  কেউ বৃত্তের ভেতর শুধুমাত্র একটি আউটলাইন, কেউ সম্পূর্ণ ছবি দেখতে পেয়েছেন। অন্যদিকে, অনেকে শুধুমাত্র বৃত্ত ছাড়া কিছুই দেখতে পাননি। আবার অনেকেই জানিয়েছেন, বৃত্তের ভেতর কিছু রয়েছে বলে বোঝা যাচ্ছে তবে তা কী তা বোঝা  যাচ্ছে না।

অতঃপর লাল বৃত্তটি ফ্লিপ করে দেখা গেলো বৃত্তের পেছনে কেশর, লেজ, জিন ও লাগামসহ একটি ঘোড়ার ছবি। ঘোড়াটির পায়ের চারপাশে কিছু ঘাসও রয়েছে।

** বলুন তো ছবিতে ক’টি বাঘ?

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসএমএন/এসএনএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।