ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষুসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষুসেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় বিনামূল্যে দুইশো জন চিকিৎসা নেন।



লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথভাবে এ চক্ষু শিবিরের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাস’র চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, সিলেট বিভাগের ডিআইজি (প্রিজন্স) মো. তৌহিদুল ইসলাম, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সোয়ালমান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায়, কামরুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।