ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় কৃমি নিয়ন্ত্রণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, অক্টোবর ১, ২০১৫
বগুড়ায় কৃমি নিয়ন্ত্রণ ক্যাম্পেইন অনুষ্ঠিত ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৫ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


 
এসময় জেলার সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।