ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

কৃমি কী ও এর প্রতিরোধ

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
কৃমি কী ও এর প্রতিরোধ

কৃমি কী
কৃমি হচ্ছে একরকমের পরজীবী প্রাণী, যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বাস করে সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে।

কৃমির কীভাবে ছড়ায়
কৃমির ডিম খাবার, পানি, বাতাস, মল, বিড়াল ও গৃহপালিত পশুর শরীর, বাথরুমের কমোড, দরজা ও হাতলে মিশে থাকে।

কৃমির ডিম সেখান থেকে মুখ, নাক ও পায়ুপথ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করার পর অন্ত্রে এরা বংশবিস্তার করে সেখান থেকে কখনও কখনও শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে।

কৃমির ক্ষতিকর প্রভাব
কৃমি মানুষের শরীরে নানা ধরনের বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে—
পেটে ব্যথা
বমি
শরীর দুর্বল লাগা
ডায়রিয়া
রক্তশূন্যতা
ওজন কমে যাওয়া

কৃমি প্রতিরোধের উপায়
ঘন ঘন হাত সাবান দিয়ে ধুতে হবে
বাথরুম ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার করতে হবে
খাবারদাবার ভাল করে সিদ্ধ করে রান্না করতে হবে। কেননা অর্ধসিদ্ধ খাবার থেকে কৃমির ডিম মানুষের শরীরে প্রবেশ করে
বছরে একবার কৃমি প্রতিরোধক ঔষধ খেতে হবে
 
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।