ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি

রাজশাহী: ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী রামেক’র সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের মূল চালিকাশক্তি ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু তাদের যে মাসিক ভাতা দেওয়া হয় তা খুবই কম। অবিলম্বে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নূন্যতম ২৫ হাজার টাকা করতে হবে। সাত দিনেই মধ্যে এ দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি জাহিদ হাসান, পরিষদ কর্মী আলামীন, সাইদুল ইসলাম, আতিকুর হক প্রমুখ।

মানববন্ধন শেষে তারা রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমানের সঙ্গে ভাতা বৃদ্ধির দাবি জানাতে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad