ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গাংনীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
গাংনীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: কাজের মাঝে করবে শিশু বুকের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে র‌্যালি হয়েছে।

মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।


 
উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসানের নেতৃত্বে র‌্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, আশরাফুল হক, মতিউর ইসলাম, ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ, সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা, রাফিজা খাতুন ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি ফিরোজ কাদিরসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।