ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সব অফিসে ব্রেস্টফিডিং কর্নার থাকতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
সব অফিসে ব্রেস্টফিডিং কর্নার থাকতে হবে ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্মোকিং কর্নার থাকলেও ব্রেস্টফিডিং কর্নার নেই উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব ধরনের সরকারি-বেসরকারি অফিসে ব্রেস্টফিডিং কর্নার থাকতে হবে, যেন কর্মজীবী মায়েদের তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করা যায়।

রোববার (২ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, কেবল বিমানবন্দরেই ব্রেস্টফিডিং কর্নার নয়, সকল অফিসেও ব্রেস্টফিডিং কর্নার থাকতে হবে। যেন মায়েরা সন্তানকে সঠিকভাবে দুগ্ধ প্রদান করতে পারেন। কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সরকারি-বেসরকারি সকল অফিসে ডে কেয়ার সেন্টারও স্থাপন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।