ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সাভারে বয়স্কদের স্বাস্থ্যসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সাভারে বয়স্কদের স্বাস্থ্যসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা ভোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার (১১ জুলাই) সাভারের ১ নং ধামসোনা ইউনিয়নে চারদিন ব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়।



ক্যাম্পে বয়স্কভাতা ভোগীদের- রক্তচাপ মাপা, ওজন দেখা, দৃষ্টি পরীক্ষা, অ্যানিমিয়া ও জন্ডিস পরীক্ষার মতো স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
 
গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির বাংলানিউজকে জানান,  প্রথম দিনে এক হাজার রোগীকে সেবা দেওয়া হবে। পরবর্তী তিন দিনেও সেবা প্রদান অব্যাহত থাকবে।

স্বাস্থ্যসেবা ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাভার স্বাস্থ্য কার্যক্রমের উপ-পরিচালক ডা. মিজানুর রহমান এবং সাভার গ্রামীণ স্বাস্থ’র প্রোগ্রাম অফিসার মং উ চিং মারমা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।