ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

সারাদেশে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মে ১৭, ২০১৫
সারাদেশে বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আপনার রক্তচাপ সম্পর্কে জানুন’ প্রতিপাদ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশে পালিত হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের বহির্বিভাগে শিশুদের বিনামূল্যে উচ্চরক্তচাপ শনাক্তকরণ সেবা প্রদান করা হয়েছে।



এছাড়া রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দিন দিন সারা বিশ্বে উচ্চরক্তচাপের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এটি শিশুদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে। এক সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৫ শতাংশ শিশু উচ্চরক্তচাপে আক্রান্ত। এ কারণে শিশুদের হার্ট, কিডনি, মস্তিষ্ক ও চোখের ক্ষতি হতে পারে।

অপর এক সমীক্ষা মতে, ৪০ থেকে ৫০ শতাংশ ব্যক্তি জানেনই না যে, তারা উচ্চরক্তচাপে আক্রান্ত।

বিশেষজ্ঞরা জানান, পরিমিত খাবার, ওজন নিয়ন্ত্রণ ও প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা হাঁটলে হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া চর্বিযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।