ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা স্বাস্থ্য প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুর নূর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. অমর ফারুক।

উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন-দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ দাশ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।