ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিইউতে বিনামূল্যে দন্ত চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
বিইউতে বিনামূল্যে দন্ত চিকিৎসা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

সকালে চিকিৎসাসেবার উদ্বোধন করেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) নিয়াজ মোহাম্মদ খান।

দিনব্যাপী কর্মসূচিতে ইউনিভার্সিটির প্রায় দু’শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ছাড়াও মাউথ ওয়াশ প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউ পরিচালক লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী, ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ব্রান্ড এক্সিকিউটিভ আশিক মোহাম্মদ, বিটিএল কমিউনিকেশন’র নির্বাহী পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আরইউ/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।