ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, এপ্রিল ৭, ২০১৫
নীলফামারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।



“নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় ডা. খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মনিরুজ্জামান মনি, উন্নয়ন সংস্থা ইউএসকেএস’র নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সেখানে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত দিনব্যাপী স্বাস্থ্য মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া সুশাসনের জন্য প্রচারাভিযান(সুপ্র) নীলফামারী জেলা কমিটির উদ্যোগে শহরে মানববন্ধন কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।