ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

শাজাহানপুরে স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কসপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
শাজাহানপুরে স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কসপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নতুন ভ্যাকসিন পিসিভি (পোলিও) ও আইপিভি (নিউমোনিয়া) টিকা সংযোজন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় অ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।  
 
রোববার (২৯ মার্চ) শাজাহানপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্কসপটি অনুষ্ঠিত হয়।

  
 
স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআইর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিভা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম।  
 
এ সময় অন্যান্যদের মধ্যে- শাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফুর রশীদ দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।