ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

রাঙ্গামাটি মেডিকেল কলেজ পরিচালনা বোর্ডে থাকবেন জনসংহতি সমিতির প্রতিনিধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
রাঙ্গামাটি মেডিকেল কলেজ পরিচালনা বোর্ডে থাকবেন জনসংহতি সমিতির প্রতিনিধি

ঢাকা: শিগগিরই রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দিয়ে মেডিকেলের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।



স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে ভবিষ্যতে প্রয়োজনে উপজাতীয় কোটা সম্প্রসারনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদেরকে আরো তৎপর হতেও নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতা এবং মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।