ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

১৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও ডেন্টাল শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
১৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও ডেন্টাল শিক্ষার্থীদের ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করার হুমকি দিয়েছে বিএসসি ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।  

পাস করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান, বর্তমান কারিকুলাম বিদ্যমান রেখে ভর্তি প্রক্রিয়া চালু, বিভিন্ন প্রতিষ্ঠানে বিসিএস ও অ্যাডহকভিত্তিতে নিয়োগসহ বিভিন্ন দাবিতে এ ঘেরাও করা হবে বলে জানিয়েছেন  ডেন্টাল শিক্ষার্থীরা।

 

রোববার (৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব দীপঙ্কর রায়।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে পুলিশ ডেন্টাল শিক্ষার্থীদের বাধা দেয়। পরে মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।