ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

মালদ্বীপে যাবে ডাক্তার-ওষুধ, আসবে শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
মালদ্বীপে যাবে ডাক্তার-ওষুধ, আসবে শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামীতে মালদ্বীপ থেকে বাংলাদেশের মেডিকেল ও নার্সিং কলেজগুলোতে শিক্ষার্থীরা পড়তে আসবে। একই সঙ্গে মালদ্বীপে রপ্তানি হবে বাংলাদেশের ওষুধ।

আর সেখানকার হাসপাতালগুলোতে নিয়োগ হবে বাংলাদেশের ডাক্তার ও নার্স।
 
মঙ্গলবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এ সর্ম্পকিত একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী হুসেইন রশিদ চুক্তিতে সই করেন।
 
গত ৮ এপ্রিল মালদ্বীপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সফর করেন। সফরকালে দুই দেশের স্বাস্থ্যমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে স্বাস্থ্যখাতে বিভিন্ন বিষয়ে সহযোগীতার বিষয়ে আলোচনা হয়।
 
যার মধ্যে উভয় দেশের ডাক্তারদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, বাংলাদেশের মেডিকেল ও নার্সিং কলেজে মালদ্বীপের শিক্ষার্থী ভর্তি এবং বাংলাদেশ হতে ওষুধ আমদানি ও বাংলাদেশ হতে মালদ্বীপে ডাক্তার ও নার্স নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
 
ওই সময়ই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই করার বিষয়ে স্বিদ্ধান্ত নেওয়া হয়।

স্বিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় চলমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার আঞ্চলিক মন্ত্রীদের সভা উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।