ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গাইবান্ধায় ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
গাইবান্ধায় ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ

গাইবান্ধা: গাইবান্ধায় ‘ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম’ নামে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।



গাইবান্ধা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. আহাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক বেনজির আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, পৌর মেয়র মো. শামছুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম, বিএমএ জেলা সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি গোবিন্দলাল দাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রমতোষ সাহা, শিক্ষক আফরোজা বেগম লুপু প্রমুখ।

প্রধান অতিথি জানান, সারাদেশে এক লাখ প্রাথমিক বিদ্যালয়ের ১৫ লাখ ক্ষুদে ডাক্তার সংশি¬ষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তিসহ পরিস্কার পরিচ্ছনতা এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবে।

এ ব্যাপারে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।