ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক থাকছেন অধ্যাপক শামিউলই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক থাকছেন অধ্যাপক শামিউলই ছবি: (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদেই থাকছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজির পরিচালক অধ্যাপক মো. শামিউল ইসলাম।

অধ্যাপক মো. শামিউল ইসলামের নিয়োগ নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৫ আগস্ট তার নিয়োগ স্থগিত করেন।



রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচার মো. ইমান আলী।
ফলে অধ্যাপক শামিউলই জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদেই থাকছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক আদেশে গত ২৭ জুলাই জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শেখ গোলাম মোস্তফাকে ওএসডি করে।

একই আদেশে ওই পদে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজির পরিচালক মো. শামিউল ইসলামকে বদলি করে জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেয়।
 
এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অধ্যাপক গোলাম মোস্তফা।
এ রিটের পরিপ্রেক্ষিতে গত আগস্ট মাসে অধ্যাপক শামিউলের নিয়োগের প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

একইসঙ্গে অধ্যাপক শেখ গোলাম মোস্তফাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত রুলও জারি করেন।
এরপর মঙ্গলবার হাইকোর্টের এই আদেশ স্থগিত করেন আপিল বিভাগে চেম্বার বিচারপতি।  

বাংলাদেশ সময়:১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।