bangla news

বিসিএস ক্যাডারে এবার চিকিৎসক পদে সর্বাধিক নিয়োগ

3010 |
আপডেট: ২০১৪-০৮-০৭ ১:২৩:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্বাস্থ্য ক্যাডারে ৬ হাজার ২শ ২১ জন চিকিৎসক একই দিনে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন।

ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্বাস্থ্য ক্যাডারে ৬ হাজার ২শ ২১ জন চিকিৎসক একই দিনে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন।

এ যোদগান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

যোগদান করা চিকিৎসকদের আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-08-07 01:23:00