ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মনোকথা

জানান আপনার সমস্যা ও মতামত

দিন দিন মানসিক রোগের চিকিৎসা এগিয়েছে অনেক

ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
দিন দিন মানসিক রোগের চিকিৎসা এগিয়েছে অনেক

Bortomane ami akta call center a job korsi. Amr biye hoyese 2 bosor pray. tobe songshar life 3 month cholse.. amr shongshare ami, amr husband r amr husband er boro bon thaki. amr nonasher boyosh akhon pray 35/36. tar choto bela theke onk problem. uni class 4 porjonto porese r poralekha koreni. amr sashuri onk chesta korese but parini.. bortomane amr shoshur sashuri keo bece nei... amr nonash ghorer sob kaj korte pare but uni hotat sobar sathe rege jay...mone mone mukh shudhu bir bir kore... ak kotha 2/3 bar bolbe...jokhon rag hobe uni jeta bolbe setai korbe. majhe majhe onk mittha kotha bole... jake uni like koren na tar sathe valo bebohar koren na. ektu valo ase hoy to akhon ektu porei abar unar mukhta kmn jani kore felbe..amra rege gele amader mukhta jemon hoy temon...ai obosthay ami akhon ki korte pari...

আপনার লেখা থেকে এটা বোঝা গেলো যে, তার সমস্যাটা নতুন নয়। অনেক আগে থেকেই শুরু হয়েছে।

জানা দারকার ছিলো, আগে কি উনি কখনো চিকিৎসা নিয়েছেন কিনা? চিকিৎসা করিয়ে থাকলে তখন কেমন ছিলেন? চিকিৎসা বন্ধই বা হলো কেন?

আপনার উল্লেখ করা সমস্যা থেকে দু’টো বিষয়ই আঁচ করা যায়। তিনি হয়ত সিজোফ্রেনিয়া অথবা পারসোনালিটি ডিজঅর্ডারে ভুগছেন। বর্তমানে দুটোরই অনেক ভালো চিকিৎসা আছে। দিনে দিনে মানসিক রোগের চিকিৎসা অনেক এগিয়েছে। অনেক ভালো ভালো ওষুধ এখন বাজারে আসছে। সুতরাং আপনার ননদকে বুঝিয়ে সুজিয়ে যদি চিকিৎসার আওতায় আনা যায় তবে তার জীবনটা আরো সুন্দর হতে পারে।

আপনাদের মনের কষ্ট কমে আসবে। ননদকে ভালো দেখলে আপনারও নিশ্চয় ভালো লাগবে। আপনার বাসার কাছাকাছি কাউকে দেখাতে পারেন। অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগে যোগাযোগ করতে পারেন।



ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।