ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

প্রতারণার অভিযোগে বরিশালে চিকিৎসকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
প্রতারণার অভিযোগে বরিশালে চিকিৎসকসহ আটক ৫

বরিশাল: চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বরিশাল নগরীর সাগরদীর এশিয়া ডায়গনস্টিক সেন্টার থেকে এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, এমবিবিএস ডিগ্রিধারী ডা. তাসলিম ফেরদৌস, এশিয়া ডায়গনস্টিক সেন্টারের কর্মচারী শাহিন, মিলন বাড়ৈ, মুন্নি ইসলাম ও শফিউল ইসলাম।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, নগরীতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভূল বুঝিয়ে ওই  ডায়গনস্টিক সেন্টারে আনা হতো। পরে ডা. তাসলিম ফেরদৌস অনেক পরীক্ষা দিতেন। কোনো প্যাথলজিস্ট ছাড়াই কর্মচারীরা ভূয়া সিল মেরে কিছুক্ষণের মধ্যে রিপোর্ট দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad