bangla news

সাতক্ষীরায় যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩-১১-০৪ ৫:৪০:৩২ পিএম

যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা: যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. এসজেড আতিকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, ব্র্যাক-এর জেলা প্রতিনিধি সহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
আরএএস/জেসিকে eic@banglanews24.com

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2013-11-04 17:40:32