ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ভোলায় ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩

ভোলা: ভোলায় ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ।

প্রথম দিনে ৭টি উপজেলায় মোট ৩ লাখ ২২ হাজার ৮শ ২১ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভোলার সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৮টা থেকে ক্যাম্পেইন শুরু হয় এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলায় মোট ১ হাজার ৭শ ২২টি কেন্দ্রে ক্যাম্পেইন চলছে। প্রতিটি ইউনিয়নে ২৪টি কেন্দ্র এবং ৪টি করে ভ্রাম্যমাণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ড, কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
পিসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।