ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

উপকূলীয় অঞ্চলে চিকিৎসা সেবায় চীনের হসপিটাল শিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩

ঢাকা: উপকূলীয় অঞ্চলে এ বছর ৮ হাজার ব্যক্তিকে চিকিৎসা সেবা দেবে চীনের নেভি হসপিটাল শিপ ‘অর্ক পিস’। এর আগে ২০১০ সালে নেভি হসপিটাল শিপের মাধ্যমে ৪ হাজার রোগীর সেবা দেওয়া হয়েছিল।



সৌহার্দ্যের সেতুবন্ধন স্থাপনে চীনা নৌ-বাহিনীর সেবাধর্মী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

বুধবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত চীনের নেভি হসপিটাল শিপ অর্ক পিস-এর কমান্ডার রিয়ার এডমিরাল শেন হাউ (Shen Hao)  জাতীয় সংসদে সাক্ষাৎ করেন।

এ সময় রিয়ার এডমিরাল শেন হাউ স্পিকারকে হসপিটাল শিপ-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশে অবস্থানকালে প্রদত্ত চিকিৎসা সেবার বর্ণনা দেন।

বাংলাদেশে সফররত হসপিটাল শিপটি বর্তমানে চট্টগ্রাম উপকূলে অবস্থান করছে।  

রিয়ার এডমিরাল শেন হাউ হসপিটাল শিপ-এর মাধ্যমে বিশেষজ্ঞ ও সার্জারি চিকিৎসাসহ বিভিন্ন রোগের অত্যাধুনিক চিকিৎসা দেয়া হয়। আগে ২০১০ সালে এ শিপের মাধ্যমে বাংলাদেশে প্রায় চার হাজার রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়েছে। এ বছর চিকিৎসা সেবা গ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ হবে।

স্পিকারকে হসপিটাল শিপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে শেন হাউ বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দু-দেশের মধ্যে সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হতে পারে।

চীনা নৌ-বাহিনীর সেবাধর্মী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দু-দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধ স্থাপনে এ ধরনের উদ্যোগ খুবই প্রসংশনীয়। দুর্যোগকালীন দুর্গত মানুষের সেবা প্রদানে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ড. শিরীন শারমিন বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্য-সেবা নিশ্চিত করতে চীনের এ অভিজ্ঞতাকেও কাজে লাগানো যেতে পারে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বি-পাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জুনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
এসএমএ/টিকে/এনএস/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।