ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৩
মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক গোলটেবিল বৈঠক

মাগুরা: ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম-সর্বস্তরের অংশগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।

 

মাগুরার সিভিল সার্জন সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মনজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন এনটিপির খুলনা বিভাগীয় কর্মকর্তা আনোয়ারুল আজাদ, ব্র্যাকের খুলনা বিভাগীয় অ্যাডভোকেসি ইউনিটের প্রতিনিধি প্রীতি রঞ্জন দত্ত, ডা. কাজী তারিফুজ্জামান, ডা. জয়ন্ত কুণ্ডু, প্রেসক্লাব সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম।

গোলটেবিল বৈঠকে সংবাদকর্মী, স্বাস্থ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ মোট ৫০ জন অংশ নেন। বৈঠকে যক্ষ্মা প্রতিরোধ এবং করণীয় সম্পর্কে আলোচনা ও সুপারিশমালা প্রণয়ন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা,আগস্ট ০১, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।