bangla news

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩-০৪-০৪ ৬:৩৪:৩৫ এএম

রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার- এই স্লোগানকে সামনে রেখে রোববার বিশ্বস্বাস্থ্য দিবস পালন করা হবে।

ঢাকা: রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার- এই স্লোগানকে সামনে রেখে রোববার বিশ্বস্বাস্থ্য দিবস পালন করা হবে।

রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে বিশ্বস্বাস্থ্য দিবস ২০১৩-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক।

বৃহস্পতিবার মন্ত্রণালয় কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া উচ্চ রক্তচাপ বিষয়ক প্রদর্শনী, ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিত করণ, চলচিত্র প্রদর্শনী, জারি গান, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে আলোচনা সভা মেডিকেল কলেজগুলোতে উচ্চ রক্তচাপ জনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
এসএমএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; এনএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2013-04-04 06:34:35