ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বিশ্ব হার্ট দিবসে জাপান-বাংলাদেশ হাসপাতালের ৯ দিনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
বিশ্ব হার্ট দিবসে জাপান-বাংলাদেশ হাসপাতালের ৯ দিনের কর্মসূচি

ঢাকা: আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এ দিবসকে সামনে রেখে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হৃদরোগ প্রতিকারে জনসচেতনতা গড়ে তুলতে ৯ দিন ব্যাপি সেবা কর্যক্রম চালাবে।



বৃহস্পতিবার সকাল ১০টায় কারওয়ানবাজারে এ সেবা কার্যক্রমের উদ্বোধন হয়। চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

অন্যান্য বছরের মতো এবারো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন রোগীদের উচ্চতা ও ওজন মাপা, বিএমআই নির্ধারণ, ব্লাড প্রেসার ও পালস নির্ণয় করবে হাসপাতালটি। প্রয়োজনে ইসিজিসহ ডাক্তারি ব্যবস্থাপত্র প্রদান করবে।

আগামী আটদিন বিভিন্নস্থানে চিত্র প্রদর্শনী ও অনলাইন কুইজের আয়োজনও থাকছে।

শেষের দিন রয়েছে পরিবার পর্যায়ে হার্ট ক্যাম্পিং, শিশুদের জন্যে চিত্রাংকন প্রতিযোগীতা, অনলাইন কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, র‌্যালি, সেমিনার ও ইএসএমআর হার্ট থেরাপির উদ্বোধন।

এবারের হার্ট দিবসের প্রতিপাদ্য, ‘এক বিশ্ব, এক ঘর, এক হৃদয়’।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এমএন/সম্পাদনা: শাহিদুর রহমান শাহিদ;এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।