ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

ঘূর্ণিঝড় রিমাল: ঢামেকে আহতদের চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: ঢামেকে আহতদের চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

ঢাকা: প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সরকারের তরফ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দ্রুত চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (২৬ মে) রাতে এই বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে।

তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের রেসপন্স টিমকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে জাতীয় হাসপাতাল। চিকিৎসা ক্ষেত্রে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আস্থার প্রতীক। এখানে কোনো রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার কোনো ইতিহাস নেই। ঘূর্ণিঝড়ের কারণে দেশের যেকোনো স্থান থেকে আহত অবস্থায় যেকোনো রোগী হাসপাতালে এলেই তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য আগাম বাড়তি প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।