ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রাঙামাটিতে শীতে ডায়রিয়ার প্রকোপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
রাঙামাটিতে শীতে ডায়রিয়ার প্রকোপ

রাঙামাটি: রাঙামাটিতে এবার ঠান্ডাজনিত রোগের তেমন প্রকোপ না থাকলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।  

বুধবার (১৭ জানুয়ারি) রাঙামাটি সদর হাসপতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রতি বছর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হতো। যাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। অনেক সময় হাসপাতালে বেড পেতে বেগ পেতে হতো। সেখানে এবারের শীতে ভিন্ন চিত্র দেখা গেছে।

হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রাঙামাটিতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এখন কম থাকায় শিশু রোগী নেই বললেই চলে।

রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানানো হয়, রাঙামাটিতে নারী-পুরুষ এবং শিশু মিলে ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মেডিসিন পুরুষ বিভাগে ২৯ জন, মেডিসিন নারী বিভাগে ৩১ জন, সার্জারি পুরুষ বিভাগে ১৭ জন, সার্জারি নারী বিভাগে ১৫ জন, গাইনি বিভাগে ১৩ জন এবং ২২টি শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ২২ শিশুর মধ্যে ১০ জনই ডায়রিয়ায় আক্রান্ত।

সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই বলেন, ঠান্ডাজনিত রোগী নেই। তবে ডায়রিয়ার আক্রান্ত হয়ে অনেক শিশু ভর্তি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।