ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, আগস্ট ৩০, ২০২৩
ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন ও মানিক শেখ (৪৫) নামে একজন মারা গেছেন।

 

সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে বুধবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এনিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫০৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

এদিকে, বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক নামে একজনের মৃত্যু হয়েছে। মানিক জেলার শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। তিনি দু’দিন ধরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।