ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ২

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, ফেব্রুয়ারি ৩, ২০১৬
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ২

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় মো. মুস্তফা (৪০) নামের এক ট্রাকচালক সহ দুইজন নিহত হয়েছেন।   বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অপরজন মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ।   তবে তার নাম পরিচয় জানা যায়নি।

মুস্তফা বরগুনা জেলার পাথরঘাটা থানার তানেশ্বর দোয়ানি গ্রামের বাসিন্দা বারেক কবিরের ছেলে।

এসআই আনিস আল মাহমুদ বাংলানিউজকে জানান, কাটিরহাট বাজারে রাস্তার পাশে একটি ট্রাক পার্ক করা অবস্থায় ছিল।   এসময় সড়কে চলাচলরত আরেকটি ট্রাক রাস্তার ওপর থাকা ওই মানসিক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে প্রতিবন্ধী ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যান।   গুরুতর আহত হন ট্রাকচালক মুস্তফা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে  হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তফাকে মৃত ঘোষণা করেন।   লাশ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আইএসএ/টিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ